ঢাকা: ড. ভীমরাও রামজী আম্বেদকরের (ভারতের সংবিধান রচয়িতা) গান মোবাইলে রিংটোন করায় সাগর সেজওয়াল (২১) নামে দলিত সম্প্রদায়ের এক নার্সিং শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, গত ১৬ মে একটি বিয়ের দাওয়াতে অংশ নিতে মহারাষ্ট্রের সিরদি আসেন সাগর।
রিংটোনটি শোনার সঙ্গে সঙ্গে পাশে থাকা ৮ যুবক সাগরকে তা বন্ধ করতে বলে। কিন্তু সাগর তাতে অস্বীকৃতি জানান।
এ সময় ওই আট যুবক সাগরকে প্রথমে বোতল দিয়ে আঘাত করে, কিল-ঘুষি মারতে থাকে। এরপর তাকে নিয়ে টানাহেঁচড়া শুরু করে। একপর্যায়ে তারা সাগরকে মোটরসাইকেলে উঠিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। পরবর্তীতে ওইদিন বিকেলেই সিংভে গ্রামের কাছে সাগরের মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে, তার (সাগর) শরীর দুই চাকার যানে পিষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, তাকে পাথর দিয়ে আঘাত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সিসিটিভ ফুটেজের সূত্র ধরে পুলিশ আরো জানায়, ঘটনার আগে তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে না। ফুটেজটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
তবে ফুটেজ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত আটজনের চারজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- বিশাল কোটে, রূপেস ওয়েদকার, এস ওয়েদকার এবং সুনীল যাদব।
সিরদি থানা সূত্র জানায়, তাদের মধ্যে দু’জনকে গোয়া, একজনকে পুনে এবং একজনকে সিরদি থেকে আটক করা হয়েছে। বাকি চারজন এখনও পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এটি/জেডএস