ঢাকা: ভারতের মুম্বাই-আহমেদাবাদ মহাসড়কে এক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।
সোমবার (২৫ মে) স্থানীয় সময় ভোর ৪টার দিকে সুরাত অভিমুখী একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বিলাসবহুল যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী বাসটি পালঘর জেলার তালাসারি অভিমুখে যাচ্ছিল বলে জানিয়েছে জেলা পুলিশের মুখপাত্র মনোজ লাহাঙ্গে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও একজন পাঁচ বছরের শিশু রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মনোজ।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ২৫, ২০১৫
আরএইচ