ঢাকা: সৌদি আরবের পূর্বাঞ্চলে কাতিফ প্রদেশের আল কিদাহ গ্রামে ইমাম আলি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় জড়িতদের বিচারের আওতায় এনে কঠোর সাজার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির বাদশাহ সালমান।
এ হামলার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে সোমবার (২৫ মে) এক বিবৃতিতে তিনি এ প্রতিশ্রুতির কথা বলেন।
সৌদি বাদশাহ বলেন, হামলার সঙ্গে যারা জড়িত অথবা যারা এই হামলা সমর্থন করে, তাদের সবাইকেই বিচারের আওতায় আনা হবে।
হামলার পরপরই এর জন্য দায় স্বীকার করে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
নিজেদের টুইটারে সংগঠনটি হামলার ছবি প্রকাশ করে এক বিবৃতিতে বলে, হামলাকারী ওই আইএস সদস্যের নাম আবু আমির আল নাজদি।
এ হামলার পেছনে ‘খেলাফতের সৈনকিরা’ রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, শিয়া সম্প্রদায়ের জন্য সামনে ‘অন্ধকার অপেক্ষা করছে’।
বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবের পুর্বাঞ্চলে এটা আইএসের প্রথম হামলা।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মে ২৫, ২০১৫
আরএইচ