ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে গরমে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মে ২৭, ২০১৫
ভারতে গরমে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে ছবি: সংগৃহীত

ঢাকা: গত এক সপ্তাহ ধরে ভারতে প্রচণ্ড তাপদাহে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এরমধ্যে দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি।

বাড়ছে বিভিন্ন হাসপাতালের পানিবাহিত রোগীর সংখ্যাও।

বুধবার (২৭ মে) স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, দেশটিতে চলমান তাপদাহে কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। গত এক সপ্তাহে এ পর্যন্ত তেলেঙ্গানা ও অন্ধ্র পদেশে এক হাজার ১১৮ জনের প্রাণহানি ঘটেছে।

এর মধ্যে অন্ধ্র প্রদেশে ৮০০ এবং তেলেঙ্গানায় ২০০ মানুষ মারা গেছে। তবে এ সংখ্যা আরও বাড়ছে বলে জানায় সংবাদ মাধ্যমগুলো।

তাপদাহে ওডিশা ও পশ্চিমবঙ্গেও কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে বিভিন্ন রোগীর সংখ্যাও।

এদিকে শ্রমজীবীসহ সাধারণ মানুষকে সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে কোনো কাজে বের না হতে (জরুরি প্রয়োজন ছাড়া) সর্তক করে দিয়েছে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য সরকার।

একেই সঙ্গে প্রচুর পানি ও পানীয় পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানায়, আগামী কয়েক দিনে দেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা কমতে পারে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।