ঢাকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে আজ থেকে ৭০ বছর আগে। বিশ্ব এখনও তার চিহ্ন বহন করে চলেছে।
স্থানীয় সময় শুক্রবার (২২ মে) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কোলোগনেতে একটি নির্মাণ কাজ চলাকালে বোমাটি উদ্ধার হয়। বুধবার (২৭ মে) রাইন নদীর তীরে মুয়েলহেইম সেতুর কাছে এটি নিষ্ক্রিয় করা হয় বলে বৃহস্পতিবার (২৮ মে) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বোমাটি নিষ্ক্রিয় করার আগে এর এক কিলোমিটারের মধ্যে বসবাসরত সকল অধিবাসীকে ওই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলে হয়। নিরাপত্তাজনিত কারণে প্রায় বিশ হাজার কোলোগনেবাসীকে সরিয়ে নেয় জার্মান কর্তৃপক্ষ। এছাড়া সেখানকার সকল অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দর্শনীয় স্থান একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, এক টন ওজনের অবিস্ফোরিত বোমাটি যুক্তরাষ্ট্রে নির্মিত। ভূপৃষ্ঠের ৫ মিটার (১৬ ফুট) গভীরে চাপা পড়েছিল এটি।
বোমা নিষ্ক্রিয় শেষে কোলোগনে সিটি হল এক বিবৃতিতে জানায়, সবকিছু ঠিকভাবেই সম্পন্ন হয়েছে। বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ২৮, ২০১৫
আরএইচ/