ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘রাশিয়া বিশ্বকাপ বানচালে ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মে ২৮, ২০১৫
‘রাশিয়া বিশ্বকাপ বানচালে ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ঢাকা: ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ বানচাল করতে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৮ মে) আন্তর্জাতিক ফুটবল ফেডারেশর-ফিফায় যুক্তরাষ্ট্র ‘অনধিকারচর্চা’ করেছে উল্লেখ করে রাশিয়ান প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।



গত বুধবার (২৭মে) অভিযান চালিয়ে জুরিখের একটি হোটেল থেকে ফিফার সাত কর্মকর্তাকে আটক করে সুইস পুলিশ। আটকরা হলেন, সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট জেফরি ওয়েব ও ইউজেনিও ফিগুয়েরেদো, এদোয়ার্দো লি, জুলিও রোকা, কোস্টাস তাক্কাস, রাফায়েল এসকুইভেল ও জোসে মারিয়া মেরিন।

তাদের বিরুদ্ধে ধান্দাবাজি, মানি লন্ডারিং এবং জালিয়াতি ও বিশ্ব ফুটবলের পর্ষদে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এ ঘটনায় সুইস প্রসিকিউটররা জানিয়েছেন, ২০১৮ সালে রাশিয়ায় ও ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপকে ঘিরে আলাদা আলাদা তদন্ত শুরু করেছেন তারা।

** ফিফা কর্মকর্তাদের গ্রেফতারে উদ্বিগ্ন স্পন্সররা

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ২৮, ২০১৫
আরএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।