ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইদলিব দখলে নিয়েছে জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মে ২৯, ২০১৫
ইদলিব দখলে নিয়েছে জঙ্গিরা

ঢাকা: সিরিয়ার জঙ্গিগোষ্ঠী জয়েশ আল-ফাতেহ সরকারের শক্তঘাঁটি বলে পরিচিত ইদলিব রাজ্যের আরিহা শহর নিয়ন্ত্রণে নিয়েছে। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।



জঙ্গিগোষ্ঠীটি আল-কায়েদা সমর্থনপুষ্ট আল-নুসরা ফ্রন্টের অন্তর্ভুক্ত।

সিরিয়ার সেনাবাহিনী বলছে, শহর পুনর্দখলে জঙ্গিদের সঙ্গে তাদের তীব্র লড়াই চলছে। তুরস্কের সীমান্তবর্তী এ শহরটি নিয়ন্ত্রণে যাওয়ায় পুরো ইদলিব রাজ্য জঙ্গিদের কব্জায় যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আল-জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে আল-নুসরা ফ্রন্টের প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি বলেন, আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি পশ্চিমাদের ওপর হামলার জন্য সিরিয়াকে ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, আল-নুসরা ফ্রন্ট রাজধানী দামেস্ক দখল করে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করার দিকে নজর দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মে ২৯, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।