ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের দ্বীপে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ২৯, ২০১৫
জাপানের দ্বীপে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সতর্কতা জারি

ঢাকা: আবারও ফুঁসে উঠেছে জাপানের মাউন্ট সিন্দাকে আগ্নেয়গিরি। দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি ছোট দ্বীপে পর্বতটি অবস্থিত।



স্থানীয় সময় শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে দক্ষিণাঞ্চলীয় কুচিনোয়েরাবু দ্বীপে সিন্দাকে পর্বতে অগ্নুৎপাত শুরু হয়। এসময় আকাশ ছাই-ভস্মে কালো হয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় বিশেষ সতর্কতা জারিসহ সেখানকার অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

কুচিনোয়েরাবু দ্বীপে প্রায় দেড়শ’ লোকের বাস। ওই এলাকায় বিশেষ সতর্কতা জারিসহ সকল অধিবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গ্রামপ্রধান নোবুয়াকি হায়াশি জানিয়েছেন, অধিবাসীরা সবাই আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সরকারের প্রধান মুখপাত্র ইয়োশিহিদে সুগা জানান, কোস্টগার্ডের একটি জাহাজ কুচিনোয়েরাবুর অধিবাসীদের সহায়তা দিতে রওনা হয়েছে।

জাপানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ১৯৮০ সালের পর গত বছর অক্টোবরে একবার এই আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ঘটনা ঘটে। এরপর প্রায় আট মাস শান্ত ছিল এটি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।