ঢাকা: ভারতের ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তেজস্ক্রিয়তা সনাক্ত হয়েছে। চিকিৎসা সরঞ্জামের একটি চালান ছিদ্র হয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ)।
শুক্রবার (২৯ মে) রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত এই বিমানবন্দরের কার্গো এলাকায় তেজস্ক্রিয়তা সনাক্ত হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা বাহিনীর (এনডিআরএফ) একটি অ্যান্টি-স্যাবোটেজ দল ছিদ্রটি অনুসন্ধান করে তা বন্ধ করার ব্যবস্থা নিয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্ক থেকে আমদানিকৃত ওষুধের একটি চালানে সোডিয়াম আয়োডিন সমৃদ্ধ একটি কার্টন ছিদ্র হয়ে এই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মে ২৯, ২০১৫
আরএইচ