ঢাকা: দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে মানব পাচার ‘ভীতিকর’ পর্যায়ে চলে গেছে মন্তব্য করে এ সমস্যা সমাধানে আঞ্চলিক সহযোগিতা কামনা করেছেন থাই পররাষ্ট্রমন্ত্রী থানাসাক পাতিমাপ্রাকর্ন।
শুক্রবার (২৯ মে) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসন সমস্যা নিয়ে শুরু হওয়া আঞ্চলিক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
সম্মেলনে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, শ্রীলংকা, পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের প্রতিনিধিরা অংশ নিয়েছে।
এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম, জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) প্রতিনিধিরা ব্যাংকক বৈঠকে উপস্থিত রয়েছেন।
থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশই একা এই সমস্যা সমাধান করতে পারবে না। আঞ্চলিক সহযোগীতার মাধ্যমে এ সমস্যা নিরসন করতে হবে। মানব পাচারের মূল উপড়ে ফেলতে হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মে ২৯, ২০১৫
আরএইচ