ঢাকা: সিরিয়ার আলেপ্পোতে পরপর কয়েকটি ব্যারেল বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে গিয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় অর্ধশত।
শনিবার (৩০ মে) দেশটির সরকারি বাহিনীর হেলিকপ্টার থেকে ব্যারেল বোমাগুলো ফেলা হয় বলে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ায় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি বলে, সরকারি বাহিনীর হেলিকপ্টার থেকে আল-বাব শহর ও আলেপ্পোর পশ্চিমাঞ্চলে প্রতিবেশি এলাকায় ব্যারেল বোমাগুলো ফেলা হয়।
আল-বাব শহর আলেপ্পো নগরী থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী জঙ্গিরা এই এলাকাটি দখল করে আছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫/ আপডেট: ১৭০৯ ঘণ্টা
আরএইচ