ঢাকা: কেরালা সফরের সময় ভারতের সবচেয়ে প্রাচীন মসজিদ ‘চেরামান জুমা মসজিদ’ পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের তারিখ চূড়ান্ত না হলেও আগামী জুলাই-আগস্ট মাসে এ সফর হতে পারে বলে জানা যায়।
মূলত কেরালার মুজিরিস হেরিটেজ প্রোজেক্টের একটি অংশের উদ্বোধন উপলক্ষে যেতে সম্মতি জানিয়েছেন বলে শনিবার (৩০ মে) সংবাদমাধ্যমকে জানান কেরালার পর্যটন সচিব জি কমলা রাও।
উদ্বোধন শেষে কয়েকটি স্থান পরিদর্শনের তালিকায় চেরামান জুমা মসজিদও রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ভারতের সবচেয়ে প্রাচীন এ মসজিদটি ৬২৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন মালিক বিন ডিনার। প্রতিষ্ঠার পর সংস্কারও করা হয়েছে মসজিদটির। পরিবর্তন আনা হয়েছে মূল নকশায়।
মুসলিম এডুকেশনাল সোসাইটির প্রেসিডেন্ট ড. ফয়সাল জাফর মান করেন, মোদি যদি সত্যি এই মসজিদ পরিদর্শন করেন, তাহলে ‘সাম্প্রদায়িক’ দল হিসেবে পরিচিত বিজেপির জন্য এটা হবে ভালো একটি পদক্ষেপ।
বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এএ