ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যান্সারে জো বাইডেনের ছেলে বাউ’র মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মে ৩১, ২০১৫
ক্যান্সারে জো বাইডেনের ছেলে বাউ’র মৃত্যু

ঢাকা: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।



স্থানীয় সময় শনিবার (৩০ মে) শেষরাতে তার মৃত্যু হয় বলে পৃথক বিবৃতিতে জানায় হোয়াইট হাউস ও বাউ বাইডেনের পরিবার।
 
পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে মস্তিষ্কের ক্যান্স‍ারের বিরুদ্ধে লড়াই করে শনিবার রাতে মারা যান বাউ। মৃত্যুকালে স্ত্রী হ্যালি এবং দুই সন্তান নাটালি ও হান্টার রেখে গেছেন তিনি।

পৃথক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে প্রয়াত বাউ তার বাবার মতোই অনেক বড় মনের মানুষ ও খ‍ুবই বিশ্বাসী ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

বাউ বাইডেন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার রাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। তবে এ পদ ত্যাগ করে তিনি মার্কিন সিনেটে আসন নেওয়ার লক্ষ্যে আইন বিষয়ে অনুশীলন শুরু করেন।  

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এসএন/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।