ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জয়ললিতার খালাস, আপিল করবে কর্ণাটক সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুন ১, ২০১৫
জয়ললিতার খালাস, আপিল করবে কর্ণাটক সরকার

ঢাকা: দুর্নীতি মামলায় ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও এআইএডিএমকে নেত্রী জয়ললিতাকে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে প্রতিবেশী কর্ণাটক রাজ্যের কংগ্রেস সরকার।

গত সপ্তাহে এ খবর ছড়ালেও সোমবার (১ জুন) কর্ণাটক সরকারের আইনমন্ত্রীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদটি দিয়েছে।



আইনমন্ত্রী টিবি জয়চন্দ্র সোমবার সাংবাদিকদের জানান, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শে মন্ত্রিসভা ওই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার মনে করছে, এই শক্ত মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা উচিত।

৯০ দিনের মধ্যে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে জানিয়ে সরকারের মুখপাত্র রবিবর্মা কুমার বলেন, সরকার যথাসময়েই আপিল করবে।

বিশ্লেষকরা মনে করছেন, আগামী বছরের শুরুতে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জয়ললিতাকে বেকায়দায় রাখার জন্য প্রতিবেশী কংগ্রেসের সরকার কৌশলগত কারণে এ আপিলের সিদ্ধান্ত নিয়েছে।

দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় গত বছরের সেপ্টেম্বরে কারাদণ্ড পান জয়ললিতা। সে কারণে তাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সিংহাসনও হারাতে হয়েছিল। তবে আবেদনের প্রেক্ষিতে গত ১১ মে তাকে বেকসুর খালাস দেন কর্ণাটক হাইকোর্ট।

একই আদেশে দুর্নীতি মামলায় জয়ললিতার সহযোগী তিনজনকেও খালাস দেওয়া হয়। খালাস পাওয়ার পর ‍আবারও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে ফেরেন রাজ্যের ‘আম্মা’ খ্যাত এ নেত্রী।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।