ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিফার কর্মকর্তা সাময়িক বহিষ্কৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, জুন ২, ২০১৫
ফিফার কর্মকর্তা সাময়িক বহিষ্কৃত ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা তার এক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে।

বহিষ্কৃত কর্মকর্তার নাম এনরিক সানজ।

তিনি কনকাকাফ-এর সাধারণ সম্পাদক। কনকাকাফ উত্তর ও মধ্য আমেরিকাসহ ক্যারিবিয়ান ফুটবল দেখভাল করে থাকে।

ফিফা এনরিক সানজ ছাড়াও আরো দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।

এরা হলেন- ভাইস প্রেসিডেন্ট জিন গাই ব্লেজ মেওলাজ ও সাধারণ সম্পাদক বাদজি মমবো ভানতেতি। ফিফার আচরণ বিধি ভঙ্গের জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে বুধবার সুইজারল্যান্ডে ফিফার সাত কর্মকর্তাকে আটক করা হয়।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস কনকাকাফের মিয়ামি কার্যালয়ে তল্লাশি চালিয়েছে।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এবি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।