ঢাকা: সাড়ে চারশ’র বেশি আরোহী নিয়ে চীনের ইয়াংসি নদীতে ফেরিডুবির ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারশ’ ৩০ জন নিখোঁজের কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
এছাড়া ডুবে যাওয়া ফেরিটি থেকে ১৪ জনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
ঘটনার পরপরই দ্রুত উদ্ধারকাজে যোগ দেন উদ্ধারকর্মীরা। এছাড়া উদ্ধারকাজে কোনো ধরনের ছাড়া দেওয়া হবেনা বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী।
‘দ্য ওরিয়েন্টাল স্টার’ নামে পর্যটকবাহী ফেরিটি গত সোমবার (০১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ৪৫৬ জন আরোহী নিয়ে ডুবে যায়। ফেরিটি চীনের পূর্বাঞ্চলীয় নানজিং শহর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরে যাচ্ছিল।
এ সময় ফেরির বেশিরভাগ আরোহী ঘুমন্ত অবস্থায় থাকায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
চীনের ইয়াংসি নদীর নৌ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হুবেই প্রদেশের জিয়ানলি এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় জাহাজটি। তবে এ সময় এটি কোনো বিপদসংকেত দেখায়নি। জাহাজডুবির পর কয়েকজন আরোহী সাঁতরে নদীর তীরে উঠে পুলিশে খবর দেয়। নদীর যে স্থানে ফেরিটি ডুবে গেছে তা কমপক্ষে ৫০ ফুট গভীর বলে জানা গেছে। সেখানে তীব্র স্রোতও রয়েছে।
এদিকে ফেরিডুবির বিষয়ে শোক প্রকাশ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, উদ্ধার অভিযানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত চীনের ইয়াংসি নদী পর্যটকদের নৌ বিহারের একটি আকর্ষণীয় স্থান। এখানেই অবস্থিত বিখ্যাত থ্রি জর্জেস রিভার ক্যানিয়ন।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
জেডএস/