ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উদ্ধার সাতশ’ অভিবাসীকে শরণার্থী শিবিরে নিলো মায়ানমার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুন ৫, ২০১৫
উদ্ধার সাতশ’ অভিবাসীকে শরণার্থী শিবিরে নিলো মায়ানমার সংগৃহীত

ঢাকা: মায়ানমারের মংদাউয়ের নিকটবর্তী উপকূলে ভাসমান সাতশ’ অভিবাসীকে শরণার্থী শিবিরে নিয়ে গেছে মায়ানমার।

বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে এসব অভিবাসীকে সীমান্তবর্তী একটি শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হয়।



উদ্ধার এসব অভিবাসীর অধিকাংশই বাংলাদেশি বলে দাবি করেছে মায়ানমার সরকার।

মায়ানমারের অভিবাসন কর্মকর্তা স’ নাইং জানান, নৌকাটির ৭৩৩ অভিবাসীর মধ্যে ৫৪৬ জনই বাংলাদেশি।

এর আগে মায়ানমারের নৌবাহিনী এসব অভিবাসীকে উদ্ধার করে তীরে নিয়ে যায়।

এ ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী উনা মাউং লিন জানান, উদ্ধার অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব নির্ণয় করা হয়েছে। তাদের নিজেদের দেশে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

জাকার্তার এক বৈঠকে মায়ানমারের প্রতি আহ্বান জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যানি সি. রিচার্ড জানান, আশা করি উদ্ধার এসব অভিবাসীর সঙ্গে মানবিক আচরণ করা হবে।

এদিকে, মায়ানমার সরকার দেশটির ১৩ লাখ রোহিঙ্গা মুসলিমকে বাংলাদেশের নাগরিক বলে মনে করে। তাদের অভিযোগ রোহিঙ্গারা মায়ানমারে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে।
 
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।