ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইংল্যান্ডের বন্দরে কন্টেইনার থেকে উদ্ধার ৬৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুন ৫, ২০১৫
ইংল্যান্ডের বন্দরে কন্টেইনার থেকে উদ্ধার ৬৮

ঢাকা: ইংল্যান্ডের পূর্বাঞ্চলের একটি আন্তর্জাতিক সমুদ্রবন্দরে পণ্যবাহী একটি কন্টেইনার থেকে ৬৮ জনকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) হারউইচ আন্তর্জাতিক সমুদ্রবন্দরের তালাবদ্ধ কন্টেইনার থেকে ওই লোকদের উদ্ধার করা হয়।

এদের মধ্যে সাতজনকে তৎক্ষণাৎ নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, যাদের উদ্ধার করা হয়েছে তাদের অনেকেই পেটের পীড়া ও বুকের ব্যথায় ভুগছেন। এছাড়া, তাদের চোখেমুখে ভয় কাজ করছিল। তবে, কেউই গুরুতর কোনো অসুস্থতায় নেই।

তবে, উদ্ধার এই লোকদের পরিচয় বা কীভাবে তাদের ওই কন্টেইনারে তালাবদ্ধ করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, তাদের মানবপাচারকারীরা কন্টেইনারে পাচার করছিল।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।