ঢাকা: সৌদি সামরিক প্লেনের বোমা হামলায় ইয়েমেনে হাউতি সম্প্রদায়ের অন্তত ৪৪ জন নিহত হয়েছেন।
রোববার সৌদি সামরিক প্লেন ইয়েমেনের রাজধানী সানায় হাউতি সম্প্রদায়ের আধাসামরিক বাহিনীর সদর দফতরে বোমা হামলা করে।
এ ছাড়া এ হামলায় আরো অন্তত ১০০ জন আহত হয়েছেন।
অন্যদিকে, শনিবারও সৌদি আরব হাউতি আধাসামরিক বাহিনীর সদস্যদের ছোড়া একটি স্কাড ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, রোববার যখন হাউতি আধাসামরিক বাহিনীর সদর দফতরের ওপর সৌদি সামরিক প্লেন বোমা হামলা চালায়, তখন তারা মাসের বেতন তুলছিলেন।
সংবাদমাধ্যম জানাচ্ছে, জাতিসংঘের মধ্যস্থতায় আগামী ১৪ জুন জেনেভাতে ইয়েমেনের হাউতি ও সৌদি আরবের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দুই পক্ষের লড়াইয়ে এ পর্যন্ত মোট ২০০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদি সামরিক জেট প্লেন থেকে যখন বোমা ফেলা হয়, তখন হাউতি আধাসামরিক বাহিনীর সদর দফতর প্রচণ্ড শব্দে কেঁপে কেঁপে ওঠে।
গত ২৬ মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সৌদি আরব হাউতি আধাসামরিক বাহিনীর ওপর আকাশপথে বোমা হামলা চালিয়ে আসছে।
ইয়েমেনে সৌদি সমর্থিত শাসক ক্ষমতাচ্যূত হলে সৌদি আরব ২৬ মার্চ থেকে আকাশপথে বোমা হামলা চালাচ্ছে হাউতি আধাসামরিক বাহিনীর সদস্যদের ওপর।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এবি