ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন হামলায় সাবেক আল-কায়েদা নেতা বেলমোখতার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
মার্কিন হামলায় সাবেক আল-কায়েদা নেতা বেলমোখতার নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৩ সালে আলজেরিয়ায় হামলার নির্দেশদাতা সাবেক আল-কায়েদা নেতা মোখতার বেলমোখতার মার্কিন হামলায় নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত তবরুকভিত্তিক সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



এর আগে রোববার (১৪ জুন) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার (১৩ জুন) মধ্যরাতে মার্কিন সেনাবাহিনী লিবিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে। তবে সেসময় বেলমোখতারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি মন্ত্রণালয়।

তবরুক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, লিবিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বাহিনী বিমান হামলা পরিচালনা করেছে। এই হামলায় বেলমোখতার নিহত হয়েছেন বলে সেখানকার সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সাবেক আল-কায়েদা নেতা বেলমোখতার ২০১২ সালে সংগঠনটি থেকে আলাদা হয়ে নিজস্ব জঙ্গি সংগঠন গড়ে তোলার চেষ্টা করেন। পরবর্তীতে তিনি মাগরেব অঞ্চল থেকে নিজস্ব কার্যক্রম পরিচালনা শুরু করেন। উত্তর-পশ্চিম আফ্রকাকে ‘মাগরেব অঞ্চল’ বলে অভিহিত করা হয়ে থাকে।

মাগরেব অঞ্চলে নিজস্ব সংগঠন পরিচালনাকালেই বেলমোখতার আলজেরিয়া, মালিসহ বেশ কয়েকটি দেশে হামলার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।