ঢাকা: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য সবচেয়ে বড় পরীক্ষা অনুষ্ঠিত সাধারণ নির্বাচন। ক্ষমতাসীন দল সংবিধান পরিবর্তন করতে পারবে কিনা তা নির্বাচনের ফলাফলই নির্ধারণ করে দেবে।
রোববার (৭ জুন) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকলে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দিনের আরো পরের দিকে নির্বাচনের বেসামরিক ফলাফল জানা যাবে।
নির্বাচনের আগে জনমত জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন রক্ষণশীল দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) এগিয়ে আছে।
২০০৩ সালে ক্ষমতায় আসা এরদোয়ান তুরস্ককে প্রেসিডেন্ট শাসিত রাষ্ট্রে পরিণত করতে ৯২ বছরের পুরোনো সংবিধান পরিবর্তন করতে চান। এজন্য সংসদের ৫৫০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।
তবে কুর্দিশ সমর্থক এইচডিপি দল নির্বাচনে কোনোভাবে ১০ ভাগের বেশি ভোট পেয়ে পার্লামেন্টে প্রবেশ করলে এরদোয়ানের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
এদিকে শুক্রবার দিয়ারবাকিতে এক নির্বাচনী র্যালিতে বিস্ফোরণে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে বিরোধীরা এরদোয়ানের তীব্র সমালোচনা করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
কেএইচ/