ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে ফুটবল স্টেডিয়ামে সংঘর্ষের ঘটনায় ১১ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ৯, ২০১৫
মিশরে ফুটবল স্টেডিয়ামে সংঘর্ষের ঘটনায় ১১ জনের মৃত্যুদণ্ড সংগৃহীত

ঢাকা: মিশরের পোর্ট সৈয়দের একটি ফুটবল স্টেডিয়ামে সংঘর্ষের ঘটনায় দেশটির আদালত ১১ জনের মৃত্যুদণ্ড দিয়েছে।

২০১২ সালের এ সংঘর্ষে স্টেডিয়ামের ৭০ জন দর্শক নিহত হন।

এ ঘটনায় আহত হন সহস্রাধিক দর্শক।

মঙ্গলবার (০৯ জুন) মিশরের একটি আদালত এ মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

তবে এ মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে বলেও আদালত জানায়।

২০১২ সালে পোর্ট সৈয়দ ফুটবল স্টেডিয়ামে স্থানীয় ক্লাব আল-মাসরি ও কায়রোর ক্লাব আল-আহলির মধ্যকার ওই খেলাটি চলাকালে সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দর্শকদের অনেকেই তাড়াহুড়ো করে বের হতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান।

মিশরের ঘরোয়া ফুটবলে আল-মাসরি ও আল-আহলি চির প্রতিদ্বন্দ্বী ফুটবল দল।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।