ঢাকা: মায়ানমারের বিরোধী দলীয় নেতা অং সান সু চি প্রথম বারের মতো চীন সফরে যাচ্ছেন।
সফরকালে দেশটির রাষ্ট্রপতি জি যিনপিং এবং রাষ্ট্র প্রধান লি কেকোয়াং-এর সঙ্গে দেখার করার কথা রয়েছে তার।
সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সীমান্তের পরিবেশ অনেকটাই শান্ত। সর্বশেষ গত মার্চ মাসে মায়ানমার উড়োজাহাজ থেকে বোমা হামলা চালালে উনানীতে প্রায় ৫ জন মারা যান।
চায়নার উনানী প্রদেশের পাশে মায়ানমারের পূর্ব কোকাং অঞ্চলে দীর্ঘ দিন থেকে শাসন প্রতিষ্ঠান করার চেষ্টা করছে দেশটি।
গত পাঁচ বছর আগেও এমন একটি সফরের কথা কল্পনা করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এটি