ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করায় স্ত্রীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুন ১১, ২০১৫
ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করায় স্ত্রীর কারাদণ্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ভাড়াটে খুনি দিয়ে নিজের ব্রিটিশ স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীর ১২ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) ইন্দোনেশিয়ান নারী জুলেখা নুর ইলিয়াসকে (৪৫) এ দণ্ডাদেশ দেন দেশটির ডেনপাসার জেলা আদালত।



বৃহস্পতিবার (১১ জুন) ওই আদালতের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

আদালত সূত্রে জানা যায়, জুলেখা নুর তিনজন ভাড়াটে খুনীকে ১১ হাজার তিনশ’ ডালার দিয়ে তার ব্যবসায়ী স্বামী রোবার্ট ইলিয়াসকে (৬০) হত্যা করান। আর সেই অপরাধের জন্য তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় ভাড়াটে তিন খুনির মধ্যে দুইজনকে একই শাস্তি দেওয়া হয়েছে।

বিয়ের পর থেকেই রোবার্ট ইলিয়াস এবং জুলেখার আর্থিক অনটনের কারণে বনিবনা হচ্ছিলো না। সে কারণে স্ত্রী জুলেখা ক্ষুব্ধ হয়ে তার স্বামীকে হত্যার পথ বেছে নেন।

এ হত্যার ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করেছেন ডেনপাসার জেলা আদালতের জজ আনাক কেটুট আনম।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুন ১১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।