ঢাকা: প্রথমবারের মতো চীন সফরে যাওয়া মায়ানমারের বিরোধী দলীয় নেতা অং সান সু কি’র সঙ্গে বৈঠকে বসেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার (১১ জুন) বেইজিংয়ে দুই নেতার সাক্ষাৎ হয় বলে চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এর আগে বুধবার (১০ জুন) সু কি পাঁচদিনের সফরে চীনের বেইজিংয়ে অবতরন করেন। এসময় তাকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন কর্মকর্তা ওয়াং জিয়ারুই। জিয়ারুই চাইনিজ পিপল’স পলিটিক্যাল কনফারেন্সের জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক শাখার প্রধান।
মায়ানমারের বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনডিএল) নেতা ও ১৯৯১ সালে শান্তিতে নোবেলজয়ী অং সান সু কি’র প্রথম চীন সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও এ সফরে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে অং সান সু কি’র।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুন ১১, ২০১৫
আরএইচ
** প্রথম চীন সফরে অং সান সু চি