ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৪ দেশের মোটরযান চলাচল চুক্তি সোমবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুন ১২, ২০১৫
৪ দেশের মোটরযান চলাচল চুক্তি সোমবার

ঢাকা: বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে যাত্রীবাহী, পণ্যবাহী এবং ব্যক্তিগত যানবাহন চলাচলে চুক্তি হচ্ছে সোমবার (১৫ জুন)। এ চুক্তি বাস্তবায়ন হলে দেশ চারটির সড়কপথে সরাসরি যাতায়াত করা যাবে।


ওইদিন ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠেয় বিবিআইএনভুক্ত দেশগুলোর পরিবহন মন্ত্রীদের বৈঠকে এ চুক্তি সম্পন্ন হবে।

চুক্তিটির ফলে দক্ষিণ এশিয়ার এ চার দেশের মধ্যে নির্বিঘ্নে যাত্রী ও পণ্য পরিবহনের পথ সুগম হবে। বিবিআইএনভুক্ত দেশগুলোর নাগরিকরা এ চুক্তির ফলে ব্যক্তিগত গাড়ি নিয়েও চারটি দেশে ভ্রমণ করতে পারবেন।

এছাড়া, এ চুক্তির ফলে উপ-আঞ্চলিক ক্ষেত্রে নিরাপদ, সাশ্রয়ী, কার্যকর ও পরিবেশ-অনুকূল সড়ক পরিবহন বেগবান হবে বলে যেমন আশা করা হচ্ছে, তেমনি সংশ্লিষ্ট প্রতিটি দেশ আঞ্চলিক সমন্বয়ের জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়তে সমর্থ হবে বলেও মনে করা হচ্ছে। একইসঙ্গে এ অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য চার দেশ সীমান্তে যাত্রী ও পণ্যের পারাপারে উপকৃত হবেও বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট চারটি দেশই এ চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যয় নিজেরা নির্বাহ করবে। এছাড়া, ভবিষ্যতে অন্য কোনো দেশ এ সুবিধায় যুক্ত হতে চাইলে চারটি দেশের সম্মতি লাগবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ১২, ২০১৫/আপডেট ১৮৩৪ ঘণ্টা
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।