ঢাকা: ভারতের রাজস্থানে যাত্রীবাহী একটি বাসের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।
শুক্রবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে রাজ্যের টংক জেলার পাচিভার এলাকায় এ এ দুর্ঘটনার শিকার হন তারা। এদের অধিকাংশই পাচিভার গ্রামের বাসিন্দা। খবর: টাইমস অব ইন্ডিয়ার।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, বাসটি যাওয়ার সময় হঠাৎ করেই তার ছিঁড়ে পড়ে। এ সময় অনেকেই বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ১৮ জন। তবে অল্প সময় পরেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে প্রাণে রক্ষা পান বাসের অধিকাংশ যাত্রী।
এদিকে, এ ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ দুঃখ প্রকাশ করেছেন। এজন্য তিনি দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সেখানে বিক্ষোভ করেন স্থানীয় গ্রামবাসী। তারা এ সময় অভিযোগ করেন, গ্রামের ওপর দিয়ে ১১ কেভি বৈদ্যুতিক যে তার গেছে তা সরিয়ে নিতে এরআগেও তারা অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করলেও কোনো কাজ হয়নি।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ১২, ২০১৫/আপডেট: ২১০৪ ঘণ্টা
এইচএ/এসআর