ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সাড়া দিয়েছে মহাকাশযান ‘ফিলেই’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
সাড়া দিয়েছে মহাকাশযান ‘ফিলেই’ ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপীয় মহাকাশযান ‘ফিলেই’ জেগে উঠেছে। পৃথিবীর সঙ্গে এটি যোগাযোগ করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)।



গত বছর নভেম্বরে সূর্যের নিকটবর্তী ধূমকেতু ‘কমেট-৬৭পি’ এর উদ্দেশে মাতৃ-মহাকাশযান ‘রোসেটা’ ত্যাগ করে ফিলেই। একটি ওয়াশিং মেশিনের সমান আয়তনের ‘ফিলেই’ই প্রথম ধূমকেতুতে অবতরনকারী মহাকাশযান।

অবতরনের পর প্রায় ৬০ ঘণ্টা কাজ করে ফিলেই। তারপরই এর ব্যাটারি বিকল হয়ে যায় বলে জানিয়েছে ইএসএ।

নিজস্ব ব্লগে ইউরোপীয় মহাকাশ সংস্থা জানায়, রোসেটার মাধ্যমে ফিলেই যোগাযোগ করেছে। গত নভেম্বরে নিরব হওয়ার পর এই প্রথম মহাকাশযানটি যোগাযোগ করল।

ইএসএ আরও জানায়, মেসেজে ফিলেই বলে, ‘হ্যালো পৃথিবী! আমাকে শুনতে পারছো?’

ফিলেই প্রকল্পের ম্যানেজার স্টিফেন ইউলামেক জানান, মহাকাশযানটি ভালো কাজ করছে এখন। ধূমকেতুটির বরফ ও পাথর বিশ্লেষণ করতেই এটি পাঠানো হয়েছে।

ইএসএ জানিয়েছে, কমেট-৬৭পি এর কাছে যেতে মহাকাশযান ‘রোসেটা’র ১০ বছর সময় লেগেছে। ধূমকেতুটিতে অবতরনের পর ‘ফিলেই’ লাফিয়ে উঠে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে পড়ে।

ইউরোপীয় মহাকাশ সংস্থাটি আরও জানায়, ফিলেইয়ের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আগে এর আশেপাশের কয়েকটি ছবি পাঠাতে সক্ষম হয়েছিল এটি। ছবিগুলোতে মহাকাশযানটির চারপাশে উঁচু দেয়াল দেখা যায়, যা এর সৌরকোষে সুর্যের আলো পৌঁছাতে বাধার সৃষ্টি করছিল।

এরপর থেকেই ফিলেইয়ের অবস্থান নিয়ে রহস্যের সৃষ্টি হয় বলে জানায় ইএসএ।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।