ঢাকা: প্রাণঘাতী মিডল ইস্ট রেসপিরেটরি-সিনড্রম বা মার্স-করোনা ভাইরাস এবার থাইল্যান্ডেও আক্রমণ করেছে। দেশটিতে প্রথম মার্স ভাইরাস সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) থাই স্বাস্থ্যমন্ত্রী রাজাতা রাজাতানাভিন ব্যাংককে সংবাদ সম্মেলন করে এ কথা জানান।
তিনি বলেন, রাজধানীতে ৭৫ বছর বয়সী এক ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করে তার শরীরে মার্স সংক্রমিত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।
রাজাতার এ খবরের পাশাপাশি থাই জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজন ৫৬ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া, সঙ্গরোধ করা হচ্ছে তিনজনের।
থাইল্যান্ডে প্রথম মার্স সংক্রমণের খবর পাওয়া গেলেও দক্ষিণ কোরিয়ায় এ ভাইরাস কেড়ে নিয়েছে ২৩ জনের প্রাণ। এছাড়া, দেশটিতে মার্স আক্রান্তের সংখ্যাও ১৬৫। এদের মধ্যে আবার ১৭ জনের অবস্থাই আশঙ্কাজনক। এর পাশাপাশি সন্দেহভাজন হিসেবে ছয় হাজার সাতশ ২৯ জনের সঙ্গরোধ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এইচএ/