ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েতনামে আকস্মিক বন্যায় ৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
ভিয়েতনামে আকস্মিক বন্যায় ৭ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: ভিয়েতনামে আকস্মিক বন্যায় সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও চারজন।



দেশটির উত্তরাঞ্চলীয় সন লা প্রদেশ বন্যা কবলিত হয়ে পড়েছে বলে বৃহস্পতিবার (২৫ জুন) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নিখোঁজদের সন্ধানে ও বন্যা কবলিতদের উদ্ধারে তৎপরতা চলছে।

বন্যায় প্রদেশটির প্রায় ২০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জুন) গ্রীষ্মমন্ডলীয় ঝড় ‘কুজিরা’র আঘাতে আকস্মিক এ বন্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

ঝড়ের সময় সন লা প্রদেশে ২০ সেন্টিমিটার (প্রায় ৮ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।