ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ব ‘যোগ দিবস’ কাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুন ২০, ২০১৫
বিশ্ব ‘যোগ দিবস’ কাল ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাস্থ্যরক্ষা ও মানসিক চাপ কাটানোর উদ্যোগ হিসেবে রোববার (২১ জুন) পালিত হতে যাচ্ছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ‘যোগ দিবস’। এবারই প্রথম দিবসটি পালিত হবে।



বিশ্ব যোগ দিবস উপলক্ষে রোববার (২১ জুন) স্থানীয় সময় সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসছে এ সাধনার সবচেয়ে বড় আসর।

প্রধান অনুষ্ঠানটি হবে রাষ্ট্রপতি ভবন ও ইন্ডিয়া গেটের মধ্যবর্তী রাজপথে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেকেই।

আয়োজনে প্রায় ৩৭ হাজার মানুষের সমাগম ঘটবে। এছাড়া প্রায় ৫০টি দেশের ৮০-১০০ বিদেশিও এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

যোগগুরু বাবা রামদেবসহ চারজন বিশেষজ্ঞ রাজপথের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাদের অনুশীলন ২৮টি বড় পর্দায় দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ২০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।