ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যোগব্যায়ামে মোদির সঙ্গে কেজরিওয়ালও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুন ২১, ২০১৫
যোগব্যায়ামে মোদির সঙ্গে কেজরিওয়ালও ছবি: সংগৃহীত

ঢাকা: দিল্লির রাজপথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে শুরু হওয়া বিশ্ব যোগব্যায়াম দিবসের যোগব্যায়ামে যোগ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  

এ সময় তার অন্য সঙ্গীরাও যোগব্যায়ামে সঙ্গী হয়েছেন।



কেজরিওয়াল সংবাদ মাধ্যমকে বলেন, যোগব্যায়াম স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এছাড়া প্রত্যেকেরই যোগব্যায়াম করা উচিত। মানসিক চাপ কমিয়ে আনতে খুবই কার্যকরী যোগব্যায়াম।

রোববার (২১ জুন) সকালে দিল্লির রাজপথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যোগব্যায়াম দিবসের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এ যোগব্যায়াম দিবস উদযাপনে বিশ্ব রেকর্ড করার উদ্দেশ্যে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার মানুষ দিল্লির রাজপথে সমবেত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।