ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মোগাদিসুতে হামলা চালিয়েছে আল-শাবাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুন ২১, ২০১৫
মোগাদিসুতে হামলা চালিয়েছে আল-শাবাব ছবি: সংগৃহীত

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বড় ধরনের হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন আল-শাবাব।

রোববার (২১ জুন) স্থানীয় সময় সকালে রাজধানী শহরে আত্মঘাতী বোমা হামলাসহ ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



আল-শাবাবের পক্ষ থেকে সোমালিয়ার বেশ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করা হয়েছে। তবে দেশটির সরকারের পক্ষ থেকে এ দাবি প্রত্যাখ্যান করে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলা প্রতিহত করেছে। এসময় চার জঙ্গি নিহত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইউসুফ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকারি ভবনগুলোয় হামলা চালাতে আল-শাবাব জঙ্গিরা প্রচণ্ড চেষ্টা করেছে কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি।

১৯৯১ সালে সোমালিয়ার প্রেসিডেন্ট সাঈদ বারেকে উৎক্ষাতের পর থেকে বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন দেশটির নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে আসছে। এসব সংগঠনের মধ্যে আল-শাবাব একটি।

তবে আল-শাবাব শুধুমাত্র সোমালিয়া নয়, এর পাশ্ববর্তী অঞ্চলগুলোয়ও হামলা চালিয়েছে বেশ কয়েকবার। চলতি বছর এপ্রিলে সংগঠনটির জঙ্গিরা কেনিয়ায় গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। এ হামলায় একশ ৪৮ জনকে নৃশংসভাবে হত্যা করে সংগঠনটির সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ২১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।