ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুরুন্ডিতে গ্রেনেড হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
বুরুন্ডিতে গ্রেনেড হামলায় নিহত ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: বুরুন্ডিতে পরপর কয়েকটি গ্রেনেড হামলায় ৪ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২১ জুন) দিনগত রাতে দেশটির রাজধানী বুজুম্বুরায় এ হামলাগুলো হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের এক সপ্তাহ আগে এ হামলার ঘটনা ঘটল।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে বলেন, প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজার তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে ও নির্বাচন স্থগিত করতে বিরোধী পক্ষ এ হামলাগুলো পরিচালনা করছে।

চলতি বছর এপ্রিলের শেষ দিকে প্রেসিডেন্ট এনকুরুনজিজার তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আসার পর থেকেই অশান্ত হয়ে ওঠে বুরুন্ডি।

এ বছর ২৯ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর ১৫ জুলাই প্রেসিডেনশিয়াল ভোট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।