ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে মানব পাচার ঠেকাতে সেনা অভিযানের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুন ২২, ২০১৫
ভূমধ্যসাগরে মানব পাচার ঠেকাতে সেনা অভিযানের অনুমোদন সংগৃহীত

ঢাকা: ভূমধ্যসাগর এলাকায় মানব পাচার রুখতে সেনা অভিযানের বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে অভিযান পরিচালনার ব্যাপারে একটি প্রস্তাবও অনুমোদন করেছেন তারা।



সোমবার (২২ জুন) ইইউ পররাষ্ট্র সম্পর্ক বিভাগের প্রদান ফেডেরিকা মোগেরিনির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ফেডেরিকা মোগেরিনি জানান, ইইউ-এর ২৮ জাতি পররাষ্ট্রমন্ত্রীরা দ্রুত সেনা অভিযানের বিষয়ে সাড়া দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ সাগর এলাকায় কাজ শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ২২, ২০১৫
আরএইচ

** অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে আলোচনায় ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।