ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দ. সুদানে কলেরায় ১৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
দ. সুদানে কলেরায় ১৮ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে মহামারির আকার ধারণ করেছে কলেরা। এ রোগে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।



মঙ্গলবার (২৩ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এক বিবৃতিতে দক্ষিণ সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে জাতিসংঘের শরণার্থি শিবির থেকে এ মহামারির সূচনা ঘটেছে। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ শিবিরে শরণার্থিরা আশ্রয় নিতে শুরু করেন।

স্বাস্থ্যমন্ত্রী রিয়েক গাই কক জানান, গত বছর এ মহামারিতে দক্ষিণ সুদানে দেড়শ মানুষের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।