ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় মার্স প্রতিরোধে আইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
দক্ষিণ কোরিয়ায় মার্স প্রতিরোধে আইন ছবি : সংগৃহীত

ঢাকা: মিডলইস্ট রেসপাইরেটরি সিনড্রমের (মার্স) প্রাদুর্ভাব ঠেকাতে নানা উদ্যোগের পাশাপাশি এবার আইন পাস করলো দক্ষিণ কোরিয়া।

মার্স প্রতিরোধে দক্ষিণ কোরিয়া সরকারের ব্যর্থতার সমালোচনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির পার্লামেন্টে আইনটি পাস হয়।



আক্রান্ত যেসব রোগী তদন্তকারীদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে না তাদের জন্য জরিমানা ও দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এ আইনে।

মার্স আক্রান্ত রোগীদের সঙ্গরোধ করে রোগটির সংক্রমণ নিয়ন্ত্রণ এ আইনের উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানান।

নতুন এ আইনটি মার্স আক্রান্তদের চলাফেরার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে আরও জোরদার ভূমিকা রাখবে বলে মনে করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বছরের ২০ মে মার্স চিহ্নিত হওয়ার পরে দক্ষিণ কোরিয়াতেই মারা গেছেন ৩১ জন। নতুন শনাক্ত হওয়া দুইজনসহ দেশটিতে এখনও ৬৯ জন মার্স আক্রান্ত রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।