ঢাকা: তাপদাহ কমে এলেও এর প্রভাবে মৃত্যুর মিছিল যেন বেড়েই চলেছে পাকিস্তানে। বৃহস্পতিবার (২৫ জুন) দেশটিতে নতুন করে আরও ১০৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার শুধুমাত্র বন্দর নগরী করাচিতেই মৃত্যু হয়েছে ৯০ জনের। শহরটিতে এ নিয়ে প্রাণহানির সংখ্যা ১০৪০ জনে গিয়ে দাঁড়ালো। এছাড়া সিন্ধু প্রদেশের হায়দারাবাদ, থাট্টা, মাতিয়ারি ও বেনাজারিবাদ জেলায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৭৬ জনের।
প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, তাপদাহ কমে আসায় হাসপাতালগুলোয় নতুন রোগী আসার সংখ্যা উল্লেখ্যযোগ্য হারে কমে এসেছে। মৃত্যুর মিছিলে যোগ দেওয়া নতুনদের বেশিরভাগই হিটস্ট্রোকের শিকার হয়ে হাসপাতালগুলোয় আগে থেকে চিকিৎসাধীন ছিলেন।
স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তাপদাহে সিন্ধুতে আক্রান্ত হয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে শুধু করাচিতেই আক্রান্ত হয়েছে ৩৮ হাজার।
এদিকে, আবহাওয়া অধিদফতর জানিয়েছে, তাপদাহ বেশ কমে এসেছে। বিশেষ করে, সিন্ধু এলাকায় বাতাসের প্রবাহ পরিলক্ষিত হচ্ছে। বাতাসে আর্দ্রতাও লক্ষ্য করা গেছে। আকাশও মেঘাচ্ছন্ন। যেকোনো সময় নেমে আসতে পারে প্রশান্তির বৃষ্টি।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
আরএইচ