ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে তাপদাহে মৃত্যু

জাতিসংঘ মহাসচিবের সমবেদনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
জাতিসংঘ মহাসচিবের সমবেদনা ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে গত কয়েক দিনের তাপদাহে হাজারেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

মহাসচিবের সহকারী মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।



বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, দিন দিন পাকিস্তানে তাপদাহে মৃতের সংখ্যা বাড়ছে। এতে আমরা গভীরভাবে শোকাহত। সেই সঙ্গে সমবেদনা জানাচ্ছি যারা চলমান তাপদাহ সহ্য করে চলেছেন। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশটি সফল হবে এ বিষয়েও আশা প্রকাশ করছে জাতিসংঘ।

এখন পর্যন্ত প্রচণ্ড তাপদাহে পাকিস্তানে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে মৃত্যু হয়েছে ১১১৬ জনের। শুধু বৃহস্পতিবারই দেশটিতে তাপদাহে মারা যান ১০৫ জন। এছাড়া হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।