ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কোবানে শহরে চলছে আইএসের হত্যাযজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
কোবানে শহরে চলছে আইএসের হত্যাযজ্ঞ ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার শহর কোবানেতে প্রবেশের পরপরই সেখানে হত্যাযজ্ঞ শুরু করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এ পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় শহরটিতে ১২০ জন বেসামরিক লোক হত্যার খবর পাওয়া গেছে।



সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আইএসের এ হত্যাযজ্ঞের খবর শুক্রবার (২৬ জুন) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বৃহস্পতিবার (২৫ জুন) কোবানে শহরে একটি আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা শুরু করে আইএস। এরপর কুর্দি যোদ্ধাদের উর্দি পরে শহরের তিন দিক থেকে হামলা চালায় আইএস জঙ্গিরা। কয়েক ঘণ্টার মধ্যে জঙ্গিরা কোবানেতে বিভিন্ন স্থান ও স্থাপনায় অবস্থান নেয়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
আরএইচ

** কোবানে শহরে ঢুকে পড়েছে আইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।