ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে জঙ্গি হামলা, ১ জনের শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
ফ্রান্সে জঙ্গি হামলা, ১ জনের শিরশ্ছেদ ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের পূর্বাঞ্চলের একটি গ্যাসক্ষেত্রে হামলা চালিয়ে এক ব্যক্তির শিরশ্ছেদ করেছে সশস্ত্র হামলাকারী। ওই হামলায় আরও বেশ ক’জন আহত হয়েছে।

এতে জড়িত সন্দেহে তৎক্ষণাৎ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে ল্যয়ান এলাকার ওই কারখানায় গাড়ি নিয়ে প্রবেশ করে ছোট দ্রব্যের বিস্ফোরণ ঘটিয়ে এ হামলা চালায় সন্দেহভাজন জঙ্গি। হামলার পর গ্যাসক্ষেত্রের পাস থেকে মুণ্ডুহীন একটি মরদেহ উদ্ধার করা হয়।

হামলার সময় ওই জঙ্গির হাতে আরবি লেখা সম্বলিত একটি পতাকাও উড়তে দেখা গেছে বলে দাবি করেছে পশ্চিমা সংবাদমাধ্যম।

একটি সূত্র জানায়, গাড়ি নিয়ে গ্যাসক্ষেত্রে ঢুকে পড়া ওই জঙ্গির সঙ্গে আর কোনো সহযোগী ছিল না সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত চলছে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়েও।

তবে, মুণ্ডুহীন মরদেহটির পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি। হামলা খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে  যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেন্যুভ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, প্যারিসে ব্যঙ্গ ম্যাগাজিন শার্লে হেবদো কার্যালয়ে জঙ্গি আক্রমণে ১৭ সাংবাদিক নিহত হওয়ার প্রায় ছয় মাস পর এই হামলার খবর এলো। শার্লে হেবদোয় হামলার পর জঙ্গিবাদের বিরুদ্ধে ফ্রান্সে স্মরণকালের সবচেয়ে বড় ৠালি অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।