ঢাকা: মহাসড়কে কিংবা সেতুতে টোল আদায়ের বিষয়টি মানুষের অজানা নয়। কিন্তু যদি বলা হয়, টোলটা আদায় করছে একটা হাতি, তাহলেই চোখ কপালে উঠবে সবার।
দৃশ্যটা এমন- লরির পর লরি থামানো হচ্ছে। খাবার অনুসন্ধান করা হচ্ছে। চালক হাতিকে খাবার দিলে ছেড়ে দেওয়া হচ্ছে পথ। ঠিক যেন টোল আদায়! পশ্চিমবঙ্গের পশ্চিম মেদেনিপুর জেলায় ঝাড়গ্রামের ৬ নম্বর জাতীয় সড়কে বুধবার (২৪ জুন) এ কাণ্ডটাই করেছে এক বুনোহাতি।
বন অধিদফতরের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার দিন বিকালে রাধেশ্যামপুরের জঙ্গল থেকে আচমকা মাঝারি উচ্চতার হাতিটি বালিভাসা এলাকায় জাতীয় সড়কে উঠে পড়ে। এরপর রাস্তায় দাঁড়িয়ে একের পর এক লরি থামিয়ে শুঁড়ে ঘ্রাণ নিয়ে পরীক্ষা করতে থাকে। সব্জি ও ফলবোঝাই লরিগুলির চালকের কেবিনে শুঁড় ঢুকিয়ে দিতে শুরু করে। খাবার পেলে ছেড়ে দেয় পথ।
আম ও কাঁঠালের ঝুড়ি ভর্তি পিক আপ ভ্যানের চালক অবধেশ কুমার একটি সংবাদমাধ্যমকে জানান, স্টিয়ারিংয়ে শুঁড় ঢুকিয়ে দিয়েছিল হাতিটি। শেষ পর্যন্ত দু’টো কাঁঠাল দিয়ে ছাড় পেয়েছেন।
এক গাড়ির আরোহীর কাছ থেকে কিছু না পেয়ে মুড়ির প্যাকেট আদায় করারও ঘটনা ঘটায় এসময় হাতিটি।
টোল আদায় করেও হয়তো মন ভরেনি তার। তাই সন্ধ্যার দিকে সড়কের ধারে একটি খাবার হোটেল জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেয় এটি। তার এ টোল আদায় ও অবরোধে অন্তত আধঘণ্টার জন্য সড়কে যান চলাচলে থেমে যায়। সন্ধ্যার দিকে বনকর্মীদের তাড়া খেয়ে আবার বনে ফিরে যাওয়ার মাধ্যমে শেষ হয় হাতিটির টোল আদায়।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
আরএইচ