ঢাকা: তিউনিসিয়ায় দুই বন্দুকধারীর হামলায় বিদেশি পর্যটকসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
দেশটির পর্যটন নগরী সউসেতে শুক্রবার (২৬ জুন) দু’টো হোটেলে এ হামলার ঘটনা ঘটে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে সুপরিচিত পর্যটন শহর সউসে দেড়শ কিলোমিটার দূরে অবস্থিত।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি আরোউই বলেছেন, ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশ। পাল্টা জবাবে এক বন্দুকধারী নিহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের বেশিরভাগই জার্মান ও ব্রিটিশ পর্যটক।
এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় সনাক্ত হয়নি বলে জানান মোহাম্মদ আলি আরোউই। কোনো সংগঠনের পক্ষ থেকেও হামলার দায় স্বীকার করে নেওয়া হয়নি।
তবে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলা ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
তিউনিসিয়ায় দিন দিন জঙ্গি আতঙ্ক বাড়ছে। এর আগে চলতি বছর মার্চে দেশটির রাজধানী তিউনিসে জাতীয় জাদুঘরে জঙ্গি হামলায় ২২ জন নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৫/ আপডেট: ১৮৪০ ঘণ্টা/আপডেট: ১৯২৫ ঘণ্টা
আরএইচ