ঢাকা: তিউনিসিয়ার পর্যটন নগরী সউসেতে জঙ্গি হামলার প্রতিবাদে ওই এলাকায় পদযাত্রা করেছেন কয়েকশ’ তিউনিসিয়ান।
শনিবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যার পরপরই সউসেতে হামলার শিকার দুই পর্যটন হোটেল থেকে এ যাত্রা শুরু হয়।
গত শুক্রবার (২৬ জুন) উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার পর্যটন নগরী সউসেতে দু’টি হোটেলে হামলা চালায় দুই বন্দুকধারী। এ হামলায় অন্তত ৩৯ জন নিহত হন। আহত হন আরও ৩৬ জন। পুলিশের পাল্টা জবাবে নিহত হন এক বন্দুকধারী। হতাহতদের বেশিরভাগই ব্রিটিশ ও ফ্রান্সের নাগরিক।
হামলার কয়েক ঘণ্টা পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এর দায় স্বীকার করে নেয় আইএস।
হামলা প্রতিবাদে রাজধান তিউনিসেও আলাদা একটি ৠালি অনুষ্ঠিত হয় শনিবার। এসময় বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, হামলায় হতাহতরা মানবিকতার দিক থেকে আমাদের ভাই-বোন।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
আরএইচ