ঢাকা: ফিলিপাইনে মিডলইস্ট রেসপাইরেটরি সিনড্রম বা মার্স আক্রান্ত দ্বিতীয় রোগী শানাক্ত হয়েছে।
সোমবার (০৬ জুলাই) মার্স আক্রান্ত ৩৬ বছর বয়সী বিদেশি এই নাগরিককে শনাক্ত করে দেশটি।
দুবাই থেকে ১৯ জুন ম্যানিলা ফিরে অসুস্থ হয়ে পড়েন এই ব্যক্তি। এরপর হাসপাতালে নিবিড় পরীক্ষায় তার শরীরে মার্স ভাইরাস শনাক্ত হয়। দুবাইয়ের আগে ওই ব্যক্তি সৌদি আরবেও ভ্রমণ করেন বলে জানান তিনি।
ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র লিনডন লি সাই সংবাদমাধ্যমকে জানান, শনাক্ত মার্স আক্রান্ত রোগীদের সঙ্গরোধ করা হচ্ছে।
ফিলিপাইনে মার্স খুব বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলেও জানান তিনি।
চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে প্রথম মার্স আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। ওই রোগীটি ফিলিপাইনের একজন সেবিকা যিনি অসুস্থ হওয়ার আগে সৌদি আরব ভ্রমণ করেছিলেন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এসইউ