ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাড়ির ছাদে প্লেন বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
যুক্তরাষ্ট্রে বাড়ির ছাদে প্লেন বিধ্বস্ত, নিহত ৩ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের প্লেইনভিল শহরের একটি বহুতল ভবনের ছাদে ব্যক্তিগত প্লেন বিধ্বস্ত হয়ে তিন জনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৮ জুন) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদম‍াধ্যম।



এ ঘটনায় পাইলটসহ প্লেনের তিন আরোহীর সবার মৃত্যু হলেও বাড়িটির কোনো বাসিন্দা হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা ডেভিড প্রোকোপিও।

এভিয়েশন কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, পিস্টন-পাওয়ার চালিত বিচক্রাফট বিই৩৬ প্লেনটি, ২৫ ব্রাইডাল পাথ এলাকার বড়িটির ওপর যখন বিধ্বস্ত হয় তখন ঘড়িতে সময় বিকেল পৌনে ছয়টা।

ঘটনার পরপরই বাড়িটিতে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চার সদস্যের ওই পরিবারে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান বসবাস করেন।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।