ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজাগামী নৌবহর আটক ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
গাজাগামী নৌবহর আটক ইসরায়েলের ছবি: সংগৃহীত

ঢাকা: গাজাগামী একটি নৌবহর আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অবরোধ উপেক্ষা করার অভিযোগে বহরটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।



সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ খবর জানায়। এসময় বিনা কারণে নৌবহরটিকে জোরপূর্বক দেশটির বন্দর আশদদে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করা হয়।

নৌবহরের আয়োজক গোষ্ঠীর মুখপাত্র পেত্রোস স্টেরজিওউ সংবাদমাধ্যমকে জানান, সোমবার স্থানীয় সময় রাত ২টায় নৌবহরের প্রধান নৌকা ম্যারিয়ানের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় ইসরায়েলি নৌবাহিনীর তিনটি নৌকা নৌবহরটির দিকে ধাবিত হচ্ছিল।

স্টেরজিওউ বলেন, গাজার উপকূল থেকে প্রায় একশ’ নটিকেল মাইল দূরে থাকতে নৌবহরটিকে আক্রমণ করা হয়।

সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে ম্যারিয়ান থেকে ইসরায়েলি নৌবাহিনীর নৌকাগুলোর তেড়ে আসার খবর জানানো হয় বলে জানান স্টেরজিওউ।

তিনি বলেন, ইসরায়েলি সরকার ও তার সেনাবাহিনী আবারও জলদস্যুর মতো আচরণ করলো।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র পিটার লার্নার বলেছেন, নৌবহরটির আচরণ সন্দেহজনক ছিল বলেই আটক করা হয়েছে। এখন তাদেরকে দেশের দক্ষিণাঞ্চলীয় বন্দর আশদদে নিয়ে যাওয়া হচ্ছে।

নৌবহরে থাকা আরোহীদের আটকাদেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আদেশ দেওয়ার সময় তিনি বলেন, নৌবহরটি ভণ্ডামি আর মিথ্যার প্রদর্শন ছাড়া আর কিছুই করছিল না। এটা হামাসের ষড়যন্ত্র।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।