ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে বিদেশি সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
কাবুলে বিদেশি সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাস ও দেশটির সুপ্রিম কোর্টের কাছে বিদেশি সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে একথা জানানো হয়।



এনবিসি নিউজকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকী বলেন, বিদেশি সেনাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়েছে।

হতাহতের সংখ্যা না বললেও ন্যাটোর এক মুখপাত্র হামলার কথা স্বীকার করেছেন।

দেশটির সরকারি কর্মকর্তারা রমজানের অফিস শেষ যখন বাড়ি ফিরছিল তখনই এ হামলা চালানো হলো। ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ৩০, ২০১৫/আপেডট: ১৬৩০ ঘণ্টা
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।