ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৫০ ছবি : সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় দেশটির বর্ন রাজ্যের উত্তর-পূর্বাঞ্চালে প্রায় ১৫০ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।



প্রত্যক্ষর্দশীরা জানান, বুধবার (১ জুলাই) সন্ধ্যায় বন্দুকধারীরা স্থানীয় কুকায়া গ্রামে হামলা চালিয়ে ৯৭ জন হত্যা করে। এ হামলায় নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার (৩০ জুন) দেশটির মনগুনো শহরের পাশে দুটি গ্রামে মসুল্লিরা মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার সময় জঙ্গিরা গুলি করে ৪৮ হত্যা করে।

কুকায়ার স্থানীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র আব্বাস গাভা জানান, কিছু জঙ্গি স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে নারী ও শিশুদের হত্যা করে।

নাইজেরিয়ার বর্ন রাজ্যের মনগুনো এলাকা সম্প্রতি বোকো হারামের দখলমুক্ত ছিল।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে,  ২০০৯ সালের পর থেকে বোকো হারামের সহিংস হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১৭ হাজার জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫ (আপডেট: ১০০৪)
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।