ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় কারখানায় বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
দক্ষিণ কোরিয়ায় কারখানায় বিস্ফোরণে নিহত ৬ ছবি : সংগৃহীত

ঢাকা: দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলীয় শহর সিউলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ছয় শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক শ্রমিক আহত হয়েছেন।



শুক্রবার (০৩ জুলাই) সকাল স্থানীয় সময় সোয়া ৯টায় হানওয়া রাসায়নিক কোং নামে কারখানায় বর্জ্য নিষ্কাশনের একটি স্টোরেজ ট্যাংকে এ বিস্ফোরণ ঘটে বলে দেশটির ফায়ার সার্ভিস অফিস সূত্র জানিয়েছে।

আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সূত্রটি ধারণা করছে, শ্রমিকরা যখন ট্যাংকের উপর ঢালাইয়ের কাজ করছিল, তখন এ বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হয়েছে। কর্মীদের কাজে গাফেলতির ফলে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।